রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় নিরাপত্তাকর্মীর নিহত
ই-বার্তা ডেস্ক।। রাজধানীর গুলশানে প্রাইভেটকারের ধাক্কায় এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। নিহতের নাম শামছুজামান লাবু (৪২)।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গুলশান অ্যাভিনিউয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবু গুলশানে পিজাহাটের নিরাপত্তাকর্মী ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, গুলশান অ্যাভিনিউয়ের সামনে প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন লাবু।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১২টায় তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।