রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ই-বার্তা ডেস্ক।। রাজধানীর ভাটারার কোকাকোলা মোড়ে বাসের ধাক্কায় সিএনজিচালিত একটি অটোরিকশার ২ যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চালকসহ দু’জন।
আজ (বুধবার) ভোর সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা যাত্রীরা হলেন- বেলাল (৩০) ও শ্যামল (৩৫)। আহত সিএনজি চালক আবু সাঈদ (৩৫) ও আরেক যাত্রীর নাম জানা যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত ভাটারা থানার এসআই এজাজুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত কর জানিয়েছেন, ভোর সোয়া ৬টার দিকে কোকাকোলা মোড়ে সিএনজিচালিত অটোরিকশাটি ইউটার্ন নেয়ার সময় দ্রুতগতির একটি নাইট কোচ ধাক্কা দেয়। পরে পথচারীরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানের দু’জনের মৃত্যু হয়। আর আহত দু’জনের মধ্যে একজনকে ঢাকা মেডিক্যালে ও অপর একজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত দুজনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায় নি। তাদের লাশ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু