রাজধানীর কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ
ই-বার্তা ডেস্ক।। রাজধানীর কারওয়ান বাজারের ভিআইপি সড়কের ফুটপাতে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ওয়াসা ভবনের কাছে ফুটপাতে এই বিস্ফোরণ হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ঘিরে ফেলার পর সেখানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা উদ্ধার নিষ্ক্রিয়করণ দল আরও দুটি ককটেল পায়। এরপর তারা সেখানে ওই দুটি ককটেল নিষ্ক্রিয় করে।
আধঘণ্টা এ অবস্থা চলার পর রাস্তা খুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলের পাশে মেট্রোরেলের কাজ করছিলেন রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি বলেন, আমি কাজ করছিলাম। হঠাৎ পর পর দুই দফা বিস্ফোরণে রাস্তা কেপে ওঠে। ভয় পেয়ে যাই। কিছু বুঝে উঠতে পারছিলাম না। ভয়ে আশপাশের লোকজন দৌড়ে নিরাপদে আশ্রয়ে যান। এ সময় তেজগাঁও থানায় খবর জানালে পুলিশ আসে। তারা যান চলাচল বন্ধ করে দিয়ে দুটি ককটেল নিষ্ক্রিয় করে।
পরে দেখা যায়, ককটেলের কৌটার মতো। পরে রাস্তা খুলে দিলে যানবাহন চলাচল শুরু হয়।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার বলেন, প্লাস্টিকের ব্যাগে ককটেলগুলো রেখে যাওয়া হয়। মেট্রোরেলের কাজ চলায় ঘটনাস্থল কিংবা আশপাশের ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) ছিল না। তাই কে বা কারা ককটেলগুলো রেখে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার আলোচিত হলি আর্টিজান হোটেলে হামলা মামলার রায় ঘোষণার আগে এমন বিস্ফোরণে চিন্তিত আইনশৃংখলা বাহিনী। রায়কে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর থেকে আদালত পাড়াসহ রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়।