রাজনীতি থেকে দূরে থাকা উচিত আফ্রিদির

ই-বার্তা।।  পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ইয়াসির আরাফাত মনে করেন, রাজনীতি থেকে দূরে থাকা উচিত শহীদ আফ্রিদির। পররাষ্ট্রনীতি নিয়ে ঝাঁজালো মন্তব্য করা একজন ক্রীড়াবিদের সাজে না।

পাকপ্যাসন ব্লগে আরাফাত বলেন, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে আফ্রিদির সাম্প্রতিক যুদ্ধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুধু রাজনীতিবিদদের মধ্যে রাজনীতি নিয়ে আলোচনা হওয়া উচিত।

কাউন্টি খেলা এ ক্রিকেটার বলেন, আমাকে বলতে দেন। সেই দৃষ্টিভঙ্গির প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে-একজন রাজনীতিবিদের কাজ রাজনীতি চর্চা করা। একজন খেলোয়াড়ের কাজ মাঠে খেলা। সামাজিকমাধ্যমে এমন আলোচনা কোনোভাবেই বুদ্ধিদীপ্ত নয়। পররাষ্ট্র বিষয়ে ন্যূনতম জ্ঞান থাকলে তারা এ নিয়ে কথার লড়াইয়ে অবতীর্ণ হতেন না।

সম্প্রতি এক টুইটবার্তায় আফ্রিদি লেখেন- ভারত অধিকৃত কাশ্মীরে একটানা উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। দৃঢ়তার সঙ্গে স্বাধীনতা চেয়ে বারবার বন্দুকের নলের মুখে জীবন দিতে হচ্ছে নিরীহ মানুষকে। এ সময় জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংগঠনগুলো কোথায়? ভেবে পাচ্ছি না, এমন যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে কেন পদক্ষেপ নিচ্ছে না সংগঠনগুলো?

পাকিস্তানের সাবেক অধিনায়কের এমন মন্তব্য ভীষণ গায়ে লাগে ভারতীয় ক্রিকেটারদের। পাল্টা জবাবে তাকে একে একে ধুয়ে দেন গৌতম গম্ভীর, বিরাট কোহলি, কপিল দেবের মতো তারকারা। সবাই তার বক্তব্যকে জাতিবিদ্বেষী বলে মন্তব্য করেন।