রাজনৈতিক আলোচনায় টিকে থাকতেই জাতীয় সংলাপের নাটক করছে ঐক্যফ্রন্টঃ তথ্যমন্ত্রী
ই-বার্তা ডেস্ক।। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ মন্তব্য করেছেন যে, বিশাল পরাজয়ের পর নিজেদের মুখ রক্ষা এবং রাজনৈতিক আলোচনায় টিকে থাকতেই ঐক্যফ্রন্ট জাতীয় সংলাপের নাটক করছে।
আজ শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিতসভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনে পরাজিতদের অক্সিজেন দেয়ার চেষ্টা করছে টিআইবি। পর্যবেক্ষক না হয়েও পরবর্তীতে তারা যে প্রতিবেদন দিয়েছে তাতে বিএনপি-জামায়াতের বক্তব্যের প্রতিফলন আছে।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম