রামোসদের ‘বস’ হয়েই ফিরলেন জিদান
ই-বার্তা ডেস্ক।। সঙ্কট থেকে মুক্ত করতে ফিরেছেন জিনেদিন জিদান। রামোসদের ‘বস’ হয়েই ফিরলেন তিনি। রিয়াল মাদ্রিদ ছেড়ে ফ্রান্সম্যান ২৮৪ দিন কাটিয়েছেন। সপ্তাহের ব্যবধানে বার্নাব্যুতে তিন শিরোপার স্বপ্ন ঝুপঝুপ করে ঝরে পড়েছে।
ফিরেছেন নিজের ঘরে। রিয়ালকে আবার নতুন করে গড়ার ভার তার কাঁধে। রোনালদো তো নেই। মৌসুমে এখনও রিয়ালের ১১ ম্যাচ বাকি। এই ম্যাচগুলোতেই জিদানকে প্রমাণ করতে হবে রোনালদো গেলেও রিয়াল মরে যায়নি।
নতুন কোচকে সান্তিয়াগো বার্নাব্যুতে পরিচয় করিয়ে দেওয়ার কথা আছে। বিবৃতি দিয়ে রিয়াল জানিয়েছে, ‘রিয়াল কতৃপক্ষ সোলারির সঙ্গে প্রথম টিমের চুক্তি আর রাখছে না। বোর্ড চলতি মৌসুমের বাকিটা এবং আগামী তিন মৌসুমের জন্য জিদানকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।
ওদিকে জিদান এবং মরিনহো রিয়ালের কোচ হচ্ছেন গুঞ্জন ছিল। জিদান প্রথমে রিয়ালকে না করে দেন। মরিনহো আবার তার আগ্রহ প্রকাশ করেন। রামোস এদিকে মরিনহোকে চান না। জিদান অবশ্য বরাবরই রিয়ালের প্রথম পছন্দ ছিল। তিনি রাজী হলে তো আর অন্য কারো প্রশ্নই ওঠে না।
ই-বার্তা / আরমান হোসেন পার্থ