রাসেলের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ
ই-বার্তা ডেস্ক।। আন্দ্রে রাসেলের বিরুদ্ধে আসলো ডোপিংয়ের অভিযোগ। তবে সেটা নিয়ে বিস্তারিত জানা যায়নি। সত্যতা সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে ২০১৫ সালে রাসেলের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ আনে জ্যামাইকার অ্যান্টি ডোপিং কমিশন। পরে তা সত্য প্রমাণিত হয়। ফলে ক্রিকেটে নিষিদ্ধ হন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে এক বছর পর জ্যামাইকা টি-টোয়েন্টি লিগে ফেরেন বিধ্বংসী অলরাউন্ডার।
উল্লেখ্য, রাসেল ভারতীয় জমজমাট লিগে এখন পর্যন্ত চার ইনিংসে ব্যাট করে রান করেছেন ২০৭ রান। ইসিংসে যথাক্রমে তার রান ৪৯*, ৪৮, ৬২ ও ৪৮*। প্রতিটি ইনিংসেই স্ট্রাইক রেট আড়াইশর ওপর, ২৬৮.৮৩।