রিচার্ডসনে উড়ে গেলো ভারত
ই-বার্তা ডেস্ক ।। ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় দিয়ে শুরু করলেও ৫০ ওভারের সিরিজের শুরুটা ভালো হলো না ভারতের। সিডনিতে সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারীদের ৩৪ রানে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। বেগী গ্রিনদের ২৮৮ রানের জবাবে ২৫৪ রান তুলতে সক্ষম হয় ভারত। ফলে ৩৪ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় ভিরাট কোহলীর দলকে।
দিনের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অয়্যারন ফিঞ্চ। উসমান খাজার ৫৯, মার্শের ৫৪ এবং নিষেধাজ্ঞা থেকে ফেরা হ্যান্সকবের ৭৪ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮৮ রানের সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। সেখান থেকে রোহিত শর্মার শতক ভারতীয়দের আশা দেখালেও অন্য ব্যাটারদের ব্যার্থতায় ২৫৪ রানেই থামতে হয় ভারতকে। ৯৬ বল খেলে ৫১ রান করেন এম এস ধোনী।
২৬ রান খড়চায় ৪ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ঝাই রিচার্ডসন।
ই-বার্তা/মাহারুশ হাসান