রোগী দেখতে এসে লাশ হলেন মা-মেয়ে
ই-বার্তা ।। হাসপাতালে রোগী দেখতে এসে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের। রাজধানীর তুরাগ এলাকায় ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মা জেসমিন (৪০) ও তার মেয়ে সাবা মনি (১২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার এসআই মাহমুদুল হাসান জানান, মা ও মেয়ে তাদের এক নিকটাত্মীয়কে দেখতে লেগুনায় করে এসে হাসপাতালের সামনে নামেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মৃত জেসমিনের স্বামীর নাম ফখরুদ্দিন কবির। তারা থাকতেন আশুলিয়ায়।
এসআই মাহমুদুল জানান, কাভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।