রোহিঙ্গাদের সহায়তার জন্য ৯২০ মিলিয়ন ডলার চেয়েছে জাতিসংঘ

ই-বার্তা ডেস্ক।।  শুক্রবার জাতিসংঘ সংস্থা ও সহযোগী এনজিওগুলো রোহিঙ্গাদের জন্য যৌথ সহায়তা পরিকল্পনা ২০১৯ ঘোষণা করেছে।  রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০১৯ সালে ৯২০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা চেয়েছে তারা।

 নতুন পরিকল্পনায় জাতিসংঘ সংস্থাগুলোসহ মোট ১৩২টি সংস্থা কাজ করবে।  জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) শুক্রবার জেনেভা থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। 

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা মহাপরিচালক আন্তনিও ভিতোরিনো বলেন, ‘বাংলাদেশ সরকারের সংহতি এবং মানবিক সহায়তা প্রদানকারী সহযোগী সংস্থাগুলোর অঙ্গীকার প্রথম যৌথ সহায়তা পরিকল্পনা ২০১৮ সফলভাবে বাস্তবায়ন নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে অবস্থানকারী প্রায় ১০ লাখ রোহিঙ্গা এবং প্রায় সাড়ে তিন লাখ স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তার জন্য এই ৯২০ মিলিয়ন ডলার খরচ হবে।  গত বছর জাতিসংঘের পক্ষ থেকে ৯৫০ মিলিয়ন ডলার সহায়তা চাওয়া হয়েছিল কিন্তু তারা ৬৫৫ মিলিয়ন ডলার দিয়েছিল।  এ বছরের সহায়তার অর্ধেকের বেশি খাদ্য, পানি, পয়ঃনিষ্কাশন ও বাসস্থানের জন্য বরাদ্দ করা হবে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেন, ‘আজ আমাদের মানবিক দায়িত্ব হলো রাষ্ট্রবিহীন রোহিঙ্গা ও তাদের বাংলাদেশি আশ্রয়দাতাদের অবস্থা স্থিতিশীল করা।  রোহিঙ্গাদের তৎক্ষণিক প্রয়োজন মোকাবিলার পাশাপাশি, রোহিঙ্গা সংকটের মূল কারণ নিরসন ও তাদের প্রত্যাবাসনে জরুরি পদক্ষেপের গ্রহণ করতে হবে।’

আগে থেকে দুই লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করার পাশাপাশি ২০১৭ সালের আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু