লন্ডনে রণবীর-মাহিরার রোম্যান্স
ই-বার্তা।। মাত্র দিন কয়েক আগেই রণবীর কাপূরের বুলগেরিয়ায় ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবির শ্যুটিং সিডিউল শেষ হয়েছে। তারপরের দিন অর্থাৎ ২৪ মার্চই আলিয়া ভাট, রণবীর এবং অয়ন মুখার্জীর মুম্বাই ফেরার কথা ছিল। কিন্তু মুম্বাই ফেরার বদলে আচমকাই নিজের পরিকল্পনা বদলে ফেলেন রণবীর।
অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, কোনও এক জরুরি কাজে রণবীর নাকি হিথ্রো বিমানবন্দরে নেমে যান। কারণটা অবশ্য পরে জানা যায়।
লন্ডনে সেই সময় ছিলেন রণবীরের বান্ধবী এবং পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। মাহিরা সেখানে তার ছবি ভার্নার প্রচারের জন্যে গিয়েছিলেন।
এছাড়াও বিবিসি-র একটি চ্যাট শোয়ে অতিথি হিসেবেও হাজির ছিলেন মাহিরা।
নিজের এই ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা করতেই আচমকা মুম্বাইয়ের বদলে লন্ডনে চলে যান রণবীর।
প্রসঙ্গত, মাসখানেক আগেও এই দুই তারকা অভিনেতার রোম্যান্স নিয়ে সরগরম ছিল সোশ্যাল মিডিয়া।
গত বছর সেপ্টেম্বরে নিউইয়র্কে দুজনকে একসঙ্গে সময় কাটাতে। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর হৈচৈও হয়।
ইদানিং কালে রণবীরের সঙ্গে তাঁর ‘ব্রক্ষ্মাস্ত্র’-এর সহঅভিনেত্রী আলিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা যাচ্ছে।
তবে, এই যে গোপন অভিসারে লন্ডনে রণবীরের ছুটে যাওয়া, তা থেকে একটি বিষয় পরিস্কার, তার হৃদয় আজও ধুকপুক করে মাহিরার জন্যে। তারা লন্ডনে একটি নৈশ্যভোজেও একসঙ্গে অংশ নেন।