লাইভে এসে নাসিরকে নিয়ে কী বললেন তরুণী? (ভিডিও)
ই-বার্তা।। বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে পরিচিত মুখ তিনি। লাল-সবুজের জার্সিতে ব্যাট হাতে ঝড় আর দুর্দান্ত বেশকিছু ক্যাচের কথা স্মরণ করলে প্রথমেই আসে নাসির হোসেনের নাম। রঙিন কিংবা সাদা পোশাকে বহুবার বিশ্ব ক্রিকেটের সামনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন নাসির। তবে বিভিন্ন সময় নানা ‘কাণ্ডের’ জন্ম দিয়ে সমালোচনার শিকারও হয়েছেন টাইগার এই ক্রিকেটার।
সম্প্রতি ফেসবুকে নাসিরকে নিয়ে একটি ভিডিও আপ করেছেন এক তরুণী। এগুলো দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এর আগে নাসিরকে ঘিরেই কয়েকটি অডিও ক্লিপও ভাইরাল হয়েছে ফেসবুকে। এদিকে, ঐ তরুণীকে ফেসবুক লাইভে নিজেকে নাসিরের গার্লফ্রেন্ড পরিচয় দিয়ে বলতে শোনা গেছে।
অন্যদিকে, নাসিরের এই ‘কেলেঙ্কারি’তে সমালোচনার ঝড় উঠেছে টাইগার ভক্তকূলে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের বিধ্বস্ত হওয়ার রেশ টেনেছেন নাসিরের এই ভাইরাল হওয়া ইস্যুতে । নাসিরের এই ‘কাণ্ড’ টাইগারদের সামাজিক অবক্ষয়ের কিছুটা নমুনা হিসেবে উল্লেখ করেছেন তারা।
এদিকে ‘ভাইরাল’ হওয়া প্রসঙ্গে এখনও পর্যন্ত নাসিরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।