লিগ ম্যাচে মেসিকে ছাড়াই রাতে মাঠে নামছে বার্সা
ই-বার্তা ডেস্ক।। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ফিরতি লেগে গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগে লা-লিগার ম্যাচে মেসিকে বিশ্রাম দিয়েছেন কোচ আর্নেস্টো ভালভার্দে।
হুয়েস্কার বিপক্ষে লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে বার্সেলোনাকে। এবারের মৌসুমের সবকটি শিরোপা জেতার ভালো সম্ভাবনাই আছে বার্সার। লিগে দুইয়ে থাকা অ্যাটলেটিকোর চেয়ে ১১ পয়েন্ট বেশি নিয়ে শিরোপা অনেকটাই নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। টেবিলের একবারে তলানিতে থাকা হুয়েস্কা ম্যাচে মেসির বিশ্রাম খুব একটা সমস্যায় ফেলবে না বার্সাকে। বাংলাদেশ সময় শনিবার রাত ৮.১৫ মিনিটে হুয়েস্কার মাঠে নামবে আর্নেস্টা ভালভার্দের দল।
এরপর মঙ্গলবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ফিরতি লেগে নামবে বার্সা। গত সপ্তাহে রেড ডেভিলদের মাঠ থেকে প্রথম লেগে ১-০ গোলে জয়ের ম্যাচে খানিকটা চোট পান মেসি। ক্রিস স্মলিংয়ের হঠাত তেড়ে আসায় ঘটা সংঘর্ষে নাক ফেটে রক্ত ঝরেছে তার।
পুরোপুরি ফিট মেসিকে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পেতে লা-লিগায় তাকে স্কোয়াডের বাইরেই রাখলেন বার্সা কোচ। সার্জিও বুসকেটসকেও বিশ্রাম দিয়েছেন তিনি। র্যাকিটিস, বুস্কেটস, রবার্তো এবং আলবাকেও দলে পাচ্ছে না কাতালানরা।
হুয়েস্কার বিপক্ষে তাই রিজার্ভ বেঞ্চের এক দলই নামাতে হচ্ছে বার্সা কোচকে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু