লোকসভার পর রাজ্যসভাতেও নাগরিকত্ব সংশোধনী বিল পাস

ই-বার্তা ডেস্ক।।  লোকসভার পর রাজ্যসভাতেও পাস হয়েছে ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)।  বুধবার রাতে বিলের পক্ষে ১২৫টি ও বিপক্ষে ১০৫টি ভোট পড়ে।  এ বার রাষ্ট্রপতি সই করলেই এই বিল আইনে পরিণত হবে।   

এর আগে বিল পাসের জন্য ১৪টি সংশোধনীর জন্য প্রস্তাব দিয়েছিলেন বিভিন্ন দলের সংসদ সদস্যরা। কিন্তু ভোটাভুটিতে সবকটিই বাতিল হয়ে গেছে।  

বিলটি পাসের ফলে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ, যারা ভারতে শরণার্থী হিসেবে রয়েছে তারা নাগরিকত্ব পাবে।

এর আগে বুধবার ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় পাস হয় নাগরিকত্ব সংশোধনী বিল। ভারতজুড়ে তুমুল বিতর্কের মধ্যেই সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলটি উত্থাপন করেন। বিলের পক্ষে ভোট পড়ে ২৯৩টি এবং বিপক্ষে পড়ে ৮২টি ভোট। এর পর থেকেই দেশটির বিভিন্ন রাজ্যে আন্দোলন-বিক্ষোভ চলছে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু