লোকসভা নির্বাচনে রাজ্যে কোনও মুসলমানকে প্রার্থী করবে না বিজেপি
ই-বার্তা ডেস্ক।। ভারতের কর্ণাটক রাজ্য বিজেপির নেতা ও সাবেক উপ-মুখ্যমন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা বলেছেন, লোকসভা নির্বাচনে রাজ্যে কোনও মুসলমানকে প্রার্থী করবে না বিজেপি। কারণ মুসলমানরা বিজেপিকে বিশ্বাস করে না। তারা কংগ্রেসের মনোনয়নও পাবে না। তার এই মন্তব্য ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। এনডিটিভি।
তিনি বলেন, ‘কংগ্রেস মুসলিম ধর্মের মানুষদের শুধু ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে। কিন্তু নির্বাচনে লড়ার সুযোগ দেয় না। আর আমাদের তো আপনারা বিশ্বাস করেন না। তাই আপনাদের আমরা ভোটে লড়ার টিকিট দেব না!’ উত্তর কর্নাটকের কোপ্পালের সভা থেকে এ কথা বলেন বিজেপির এই নেতা।
উল্লেখ্য, ২০১৫ সালের অক্টোবর মাসে এক মহিলা সাংবাদিককে তিনি বলেন, তাঁকে যদি কেউ তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে তাহলে বিরোধী দলের কী করার আছে?
ই-বার্তা/ মাহারুশ হাসান