শাকিব-অপুর সংসার অবশেষে ভেঙে গেল
ই-বার্তা ডেস্ক।। চলতি বছর ১০ এপ্রিল তারকা দম্পতি শাকিব-অপুর গোপন বিয়ের খবর জানাজানি হয় । এরপর থেকে চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন ছিল শাকিব-অপুর সংসার নাকি টিকবে না! সেই গুঞ্জন সত্যি হচ্ছে। অবশেষে ভেঙে যাচ্ছে শাকিব-অপুর সংসার।
শাকিবের পক্ষ থেকে অপুকে ডিভোর্সের চিঠিও দেয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে অপু এখনও ডিভোর্স লেটার রিসিভ করেননি।
শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব-অপু । বিয়ের ৮ বছরের মাথায় তাদের কোল জুড়ে আসে এক পুত্রসন্তান। তার নাম আব্রাহাম খান জয়। কলকাতার একটি ক্লিনিকে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সিজারের মাধ্যমে জয়ের জন্ম হয়।
Comments are closed.