শাহরুখের মেয়ের চেয়ার খেলা দেখে মুগ্ধ ভক্তরা
বলিউড অভিনেতা শাহরুখ খানের মেয়ে সুহানা খান। অন্যসব তারকার সন্তানদের প্রতি যেমন ভক্তদের বেশ আগ্রহ দেখা যায়, তার ক্ষেত্রেও ঠিক তাই। ইতোপূর্বে বিভিন্ন ঘটনায় ভক্তদের নজর কাড়ে সুহানা। সর্বশেষ ২৯ এপ্রিল সুহানার ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিও বেশ সাড়া জাগিয়েছে।
মিস মালিনির প্রতিবেদনে জানানো হয়, সুহানা খানের ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে তাকে অন্যসব সাধারণ মেয়েদের মতোই দেখাচ্ছে। খুশি মনে স্কুলের বন্ধুদের সঙ্গে মিউজিক্যাল চেয়ার খেলছে ১৭ বছর বয়সী এই কিশোরী।
ভিডিওটির ক্যাপশনে সুহানা লিখে, মিউজিক্যাল চেয়ার তার খুবই পছন্দের একটি খেলা। তার চেয়েও বেশি পছন্দ বন্ধুদের সঙ্গে খেলা। শুধু তাই নয়, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, দুষ্টুমি করা, মজা করা, হাসাহাসি করা আর তাদের নিয়ে মেতে থাকতে তার আরও বেশি ভালো লাগে।
সুহানার ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওর ক্যাপশনের সঙ্গে তাল মিলিয়ে কয়েকজন ভক্ত জানান, মিউজিক্যাল চেয়ার খেলতে তাদেরও খুব ভালো লাগে।ভিডিওটি ইতোমধ্যে ২১ হাজারেরও বেশি বার দেখা হয়েছে।