শাহরুখ বলেন ধুম-ফোরে অভিনয় প্রসঙ্গে
ই-বার্তা।। বলিউডের সাড়া জাগানো অন্যতম সিনেমা ফ্র্যাঞ্চাইজি ধুম। চোর-পুলিশের গল্প নিয়ে নির্মিত এ ফ্র্যাঞ্চাইজির প্রথম তিনটি সিনেমাই বক্স অফিসে দারুণ ব্যবসা করে। ইতোমধ্যে পরের কিস্তি ধুম রিলোডেড অর্থাৎ ধুম ফোর নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতারা। কিন্তু কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করবেন এখনো জানানো হয়নি।
ধুম সিরিজের আগের সিনেমাগুলোতে জন আব্রাহাম, হৃতিক রোশান, আমির খান, অভিষেক বচ্চন, বিপাশা বসু, ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফের মতো তারকাদের দেখেছেন দর্শক। অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, এর পরবর্তী সিনেমায় শাহরুখ খানকে দেখা যাবে। যশ রাজ প্রোডাকশনের সঙ্গে অনেক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন এ অভিনেতা। এমনকি ধুম সিরিজে অভিনয়ের ব্যাপারে ও আগ্রহও প্রকাশ করেছেন তিনি। তাই অনেকেই ধারণা করছেন, ধুম রিলোডেড সিনেমায় দেখা যাবে বলিউড কিং খানকে।
সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে শাহরুখ খানকে প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন তার ভক্ত অনুসারীরা। তাদের প্রশ্নের উত্তরও দিয়েছেন দিলওয়ালে অভিনেতা। এ সময় এক ভক্ত প্রশ্ন করেন, আপনি কি ধুম-ফোর সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন? জবাবে শাহরুখ বলেন, আমি আনন্দ এল রাইয়ের সিনেমা ছাড়া এখনো নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হয়নি।
২০০৪ সালে ধুম সিরিজের প্রথম সিনেমা মুক্তি পায়। এরপর দ্বিতীয়টি মুক্তি পায় ২০০৬ সালে। ২০১৩ সালের ডিসেম্বরে মুক্তি পায় এ সিরিজের সর্বশেষ সিক্যুয়েল।