শীতলক্ষ্যা নদীতে ট্রলার ডুবে একজন নিখোঁজ
ই- বার্তা ডেস্ক।। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় সিমেন্টবোঝাই ট্রলার ডুবির ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।
আজ শনিবার সকালে শহরের ৫নং খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যাক্তির নাম জুয়েল মিয়া (২২)। ঘটনার পর থেকে তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, শনিবার ভোরে বন্দরের শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে অবস্থিত আকিজ সিমেন্ট ফ্যাক্টরি থেকে বিসমিল্লাহ পরিবহন নামে একটি ট্রলার ১৭শ বস্তা সিমেন্ট নিয়ে চাঁদপুরের মতলবের উদ্দেশে রওনা দেয়। ট্রলারটি শীতলক্ষ্যা নদীর মাঝ বরাবর এলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা দুই শ্রমিক সাঁতরে তীর উঠতে পারলেও পানিতে তলিয়ে যান জুয়েল।
এই বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজ ওই ব্যক্তির সন্ধানে অভিযান চলছে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম