শুরু হচ্ছে বাইশ গজ প্রিমিয়ার লিগ
ই-বার্তা ডেস্ক।। আগামী ১৩ই মার্চ থেকে বাইশ গজ বিক্রমপুর জোনের উদ্যেগে শুরু হচ্ছে বাইশ গজ প্রিমিয়ার লিগের প্রথম আসর।
বাইশ গজ বিক্রমপুর জোনের উদ্যেগে বাইশ গজের নিজস্ব প্লেয়ার নিয়েই আয়োজন করা হচ্ছে এই আসর। টুর্নামেন্টে অংশ নেবে ৬’টি দল। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৬টি দলের নামকরণ করা হয়েছে তাদের নামে।
টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে আছেন বাইশ গজ বিক্রমপুর জোনের সভাপতি রবিন দাস।
উল্লেখ্য, এর আগে বছরে দুটি টুর্নামেন্ট খেলে দুটি টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয়েছে বাইশ গজ বিক্রমপুর জোন।
ই-বার্তা/ মাহারুশ হাসান