শেষ হলো রিয়ালের চ্যাম্পিয়নস লিগের রাজত্ব
ই-বার্তা ডেস্ক।। আজকের রাজত্ব শেষ হয়ে যেতে পারে কালকেই। পৃথীবির ইতিহাসে ধ্বংস হয়েছে অনেক বড় সাম্রাজ্য আবার অনেক প্রভাবশালী রজাও নিমিষেই হারিয়েছেন তার রাজত্ব। তেমনই গত রাতে লেখা হয়েছে ক্লাব রিয়ালের চ্যাম্পিয়নস লিগের রাজত্ব হারানোর গল্প। অবশেষে ১৩বারের চ্যাম্পিয়নদের সেই রাজত্ব শেষ ষোলোতেই থামল।
রিয়ালের ঘরের মাঠে তাদেরকে ৪-১ ব্যবধানে হারের লজ্জা দিল আয়াক্স। দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে জিতে তারা উঠে গেল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। এ নিয়ে রিয়ালের চ্যাম্পিয়নস লিগে শেষ হলো পুরো এক হাজার দিনের রাজত্ব।
গত এক সপ্তাহের মধ্যে তিনটি শিরোপার স্বপ্ন শেষ হয়ে গেল রিয়াল মাদ্রিদের। তিনটি স্বপ্নই ঘরের মাঠে নিজ দর্শকদের সামনে শেষ হতে দেখেছে লস ব্লাঙ্কোসরা। প্রথমে কোপা দের রে’র সেমি থেকে বার্সার কাছে হেরে বিদায়। পরের ম্যাচে লা লিগার টিমটিম করে জ্বলা শিরোপা স্বপ্ন বার্সার কাছে হেরে শেষ। এবার বার্নাব্যুতে আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে।
ম্যাচের ৭ মিনিটের মাথায় প্রথম গোল করে আয়াক্স। এরপর ১৮ মিনিটের মাথায় গোল করেন নারেস। প্রথমার্ধে আর কোন গোল না হলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আয়াক্স। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় নেদারল্যান্ডসের অন্যতম সেরা এই ক্লাব। এদিকে ম্যাচের ৭০ মিনিটে গোল করে আশা জাগায় অ্যাসেনসিও। কিন্তু ৭২ মিনিটে আবার গোল করে রিয়ালের জেগে ওঠা আশা মাটিতে মিশিয়ে দেয় ডাচ ক্লাবটি।
এ নিয়ে এগারো মৌসুম বাদে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিলো তারা। যারা কিনা চ্যাম্পিয়নস লিগের অপতিরোধ্য দল। জিদানের অধীনে এই রিয়াল পরপর তিন মৌসুম চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে।
রিয়ালের এই হারে আগামী মৌসুম পর্যন্ত সোলারির চাকরি থাকছে না এটা একপ্রকার নিশ্চিত। কোপা দেল রে’ থেকে বিদায়। লা লিগায় বার্সার থেকে ১২ পয়েন্ট পিছিয়ে। বেঁচে থাকা একমাত্র শিরোপার আশা চ্যাম্পিয়নস লিগও শেষ।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু