শ্বেত ভাল্লুকের হামলায় জরুরি অবস্থা জারি
ই-বার্তা ডেস্ক।। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ঝুঁকিতে পড়েছে রাশিয়ার বন্যপ্রাণীগুলো। বিশেষ করে শ্বেত ভাল্লুকগুলো। খাবারের খোজে প্রায়শ এসব ভাল্লুক লোকালয়ে হানা দেয়। তবে এবার উত্তর মেরুর বরফ গলে যাওয়ায় লোকালয়ে আশ্রয় নিচ্ছে ভাল্লুকগুলো।
তারা হানা দিচ্ছে লোকালয়ে।এ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়র। এমন পরিস্থিতিতে নোয়ায়া যেমালয়া দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার।
রাশিয়ার নোভায়া যেমালয়া দ্বীপের কর্মকর্তারা জানান, এলাকাটিতে কয়েক হাজার মানুষের বসবাস। গত কয়েকদিন ধরে এখানে অনেক শ্বেত ভাল্লুক হানা দিয়েছে। ভাল্লুকগুলোর হামলায় বহু মানুষ আহত হয়েছেন। এখন আবাসিক এবং সরকারি ভবনগুলোয় প্রবেশ করা শুরু করছে এসব ভাল্লুক। এদিকে হামলা করলেও এসব ভাল্লুককে আক্রমণ করা যাচ্ছে না। বিলুপ্তপ্রায় প্রাণী বলে এসব শ্বেত ভাল্লুক শিকার করা নিষিদ্ধ রয়েছে দেশটিতে।
কর্মকর্তা বলছেন, ভাল্লুকগুলোকে তাড়ানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে।সেগুলো ব্যর্থ হলে তাদেরকরতে হবে। মেরে ফেলা ছাড়া উপায় থাকবে না।
রাশিয়ার বিজ্ঞানীরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারনে উত্তর মেরুর সাগরের বরফ গলে যাচ্ছে। ফলে শ্বেত ভাল্লুকগুলো আশ্রয়হীন হয়ে পড়েছে।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু