সন্ত্রাস দমনে মুসলিম দেশগুলো ভারতকে সাহায্য করছেঃ ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী
ই-বার্তা ডেস্ক ।। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন যে, সন্ত্রাস দমনে মুসলিম দেশগুলো ভারতকে সাহায্য করছে।
আজ শুক্রবার এনআইএর একটি দপ্তর ও হোস্টেল উদ্বোধন শেষে তিনি এ কথা বলেছেন।
এ সময় রাজনাথ সিং বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে পুরো বিশ্ব এক ছাতার নিচে আসছে। খবর এনডিটিভির।
বর্তমানে ইসলামি সহযোগি সংস্থা ওআইসির বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের অংশগ্রহণকে পরম প্রাপ্তি হিসেবেই দেখেছে ভারত। এ দিনেই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মুসলিম দেশগুলোর পক্ষে কথা বললেন।
রাজনাথ সিং অনুষ্ঠানে আরও বলেন, অনেকে ধর্মের সঙ্গে সন্ত্রাসকে গুলিয়ে ফেলেন, কিন্তু সেটা ঠিক নয়। পাশাপাশি জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে উদ্যোগ নিয়েছেন তারও প্রশংসা করেন মোদি মন্ত্রিসভার এই প্রবীণ সদস্য।
প্রসঙ্গত, এদিকে ভারত-পাকিস্তান সংকটের মধ্যেই বৃহস্পতিবার আবুধাবিতে পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। শুক্রবার তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যও রাখেন। ওআইসি সম্মেলনে দেয়া বক্তব্যে আন্তর্জাতিক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন সুষমা স্বরাজ।
ই- বার্তা / শাহাদাৎ ছৈয়াল