সবকিছুর ঊর্ধ্বে দেশের জার্সি: লিওনেল মেসি
ই-বার্তা ডেস্ক ।। সুতোর ওপর ঝুলছিল আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য। একটু পা হড়কালেই সর্বনাশ। অবশেষে সেই ফাঁড়া কাটিয়ে উঠলেন আলবিসেলেস্তেরা। নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠে গেলেন তারা। স্বাভাবিকভাবেই ঈশ্বরকে ধন্যবাদ জানাতে ভুলেননি প্রাণভোমরা লিওনেল মেসি।
আইসল্যান্ডের বিপক্ষে একেবারে নিষ্প্রভ ছিলেন মেসি। ক্রোয়েশিয়ার বিপক্ষেও খুঁজে পাওয়া যায়নি তাকে। দলও জেতেনি। অবশেষে চেনা ছন্দে ছোট ম্যাজিসিয়ান। আর্জেন্টিনাও খুলল জয়ের খাতা। প্রথম গোলটি আসে তার পা থেকেই। আর জয়সূচক গোলটি করেন মার্কস রোহো।
ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেসি বলেন, আমরা দ্বিতীয় রাউন্ডে উঠব-এ ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। আমি জানতাম, ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। তিনি কখনোই আমাদের ছেড়ে যেতে চান না।
কৃতজ্ঞচিত্তে আর্জেন্টাইন সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছে ফুটবলের বরপুত্র, আমি সব সমর্থকদের ধন্যবাদ জানাই। সব কিছু ভুলে তারা আমাদের সঙ্গে ছিলেন। অনেক ত্যাগ তীতিক্ষা করেছেন, নিজেদের উৎসর্গ করেছেন। আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে দেশের জার্সি।