সমালোচনার মোক্ষম জবাব দিলেন মোনালি ঠাকুর

ই-বার্তা ডেস্ক ।।  ভারতীয় কণ্ঠশিল্পী মোনালি ঠাকুর। বর্তমানে ‘রাইজিং স্টার’ নামের একটি গানের শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আকর্ষণীয় সব পোশাক পরে অনুষ্ঠানে আসেন এ গায়িকা। পোশাকগুলোতে মোনালিকে আকর্ষণীয় দেখালেও এ জন্য সম্প্রতি তাকে কটাক্ষ শুনতে হয়েছে। তবে তার মোক্ষম জবাবও দিয়েছেন তিনি।

 

ইনস্টাগ্রামে সেই পোশাক পরা ছবি পোস্ট করেছিলেন মোনালি। সেখানে তার এক অনুসারী লেখেন, ‘রাইজিং স্টার শোতে আপনি অনেক ভালো দায়িত্ব পালন করছেন। কিন্তু সত্যি বলতে শোতে আপনি যে ধরনের পোশাক পরছেন তা আমাদের পছন্দ না।

 

আপনি শুধু আকারে ছোট পোশাক পরেন কেন? দেখতে অস্বস্তি লাগে। আপনি শোতে প্রতিযোগীদের বাবা-মার মতো নির্দেশনা দেন। তাই পোশাকের প্রতি একটু মনোযোগ দিন কারণ লাখ লাখ মানুষ আপনাকে দেখছে। দয়া করে কিছু মনে করবেন না, আমরা অস্বস্তিবোধ করি তাই এটা একটা অনুরোধ।’

 

তাকে ঘিরে এ ধরনের মন্তব্যে খুশি হননি মোনালি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মোক্ষম জবাব দিয়ে তিনি লেখেন, ‘আপনার মতো এমন নির্বোধকে ব্লক করার আগে বলতে চাই, আমার মতে আপনার মস্তিষ্ক ও চিন্তা ভাবনা আপনার মতোই। আমার ছোট পোশাক আপনাকে অস্বস্তিতে ফেলে এটা আপনার বিকৃত মানসিকতার সমস্যা, এটা আমার এবং কোনো মেয়ের সমস্যা না।

 

সুতরাং আপনার সভ্যতা আপনার কাছেই রাখুন। প্রার্থনা করুন যেন আপনার সঙ্গে আমার দেখা না হয়, তাহলে যে পা দেখে আপনি অস্বস্তিবোধ করেন সেটি কী করতে পারে তা বুঝতে পারবেন। দয়া করে কিছু মনে করবেন না, এটি একটি অনুরোধ।’

 

পশ্চিমবঙ্গের গায়ক শক্তি ঠাকুরের মেয়ে মোনালি ঠাকুর ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতার মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন। কলকাতার বেশ কয়েকটি বাংলা সিনেমার গানে কণ্ঠ দেয়ার পর বলিউডেও বেশ জনপ্রিয় হয়েছেন এ গায়িকা।

 

 

 

ই-বার্তা / ডেস্ক