সাকিবের নৈপূণ্যে প্লেঅফে বার্বাডোজ
ই-বার্তা ডেস্ক।। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আলো ছড়ানোর দিনে আগের ম্যাচের মতো আর পথ হারায়নি বার্বাডোজ ট্রাইডেন্টস। সোমবার সকালে ব্রিজটাউনের কেনসিংটন ওভালে সেন্ট লুসিয়াকে ২৪ রানে হারিয়ে সাকিবরা হিরো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্লেঅফে উঠে গেছেন।
টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বার্বাডোজ । নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে দলটি ১৪১ রান সংগ্রহ করে। সাকিব ২১ বলে ১০৪.৭৬ স্ট্রাইকরেটে ২২ রান করেন। এর ভেতর চারের মার ছিল দুটি। আর বল হাতে ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট নেওয়ার পর বার্বাডোজের ফেইসবুক পেজ থেকে পান ‘মি. মিতব্যয়ী’ আখ্যা।
অথচ তাদের শুরুটা এতটুকু ভালো ছিল না। প্রথম ওভারের শেষ বলে কোনো রান না করেই বিদায় নেন অ্যালেক্স হেলস। তবে আরেক ওপেনার জনসন চার্লস এবং সাকিব দারুণ একটি জুটিতে শুরুর এই ধাক্কা সামলে নেন। ৩৬ বলে ৪৭ রান করেন জনসন। সাকিব ব্যাট করতে আসেন তিন নম্বরে। ওপেনারের সঙ্গে ৬২ রানের জুটি গড়েন তিনি।
সাকিব-জনসন জুটি ভাঙার পর পাঁচ নম্বর ব্যাটসম্যান জাস্টিন গ্রাভস দলীয় স্কোর বড় করেন।
বল হাতে সাকিবের পাশাপাশি সবাই ভালো করেছেন। এতেই প্লে-আফ নিশ্চিত হয় বার্বাডোজের।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু