সাকিবের বাঁ-হাতের কনিষ্ঠ আঙ্গুল আর স্বাভাবিক হবে না

ই-বার্তা ডেস্ক ।।  টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের বাঁ-হাতের সংক্রমণ অনেকটা ভালো হয়ে গেছে আগামী ১ মাস পরই মাঠের ক্রিকেটে ফেরা সম্ভব যদি ব্যথা না থাকলে দেশে ফিরে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।

তবে তিনি আরো বলেছেন , কোনো রকম তাড়াহুড়া করতে চান না মাঠে ফেরার ব্যাপারে ।অস্ট্রেলিয়া থেকে চিকিৎসা শেষে করে  সপ্তাহ খানেক পর দেশে ফেরেন এই অলরাউন্ডার।

এশিয়া কাপ অসম্পন্ন রেখেই  আঙ্গুলের সংক্রমণ নিয়ে দেশে ফিরতে হয়েছিলো সাকিবকে।প্রাথমিক ভাবে অ্যাপলো হাসপাতালে অস্ত্রোপচার হলেও সংক্রমণ পুরোপুরি ঠিক হয়নি। তাই  সাকিব উন্নত চিকিৎসার জন্য মেলবোর্নে যান।মেলবোর্নের চিকিৎসক জানান সংক্রমণ ঠিক হয়ে গেছে আপাতত কোন অস্ত্রপচার লাগবে না। 

জিম্বাবুয়ে সিরিজের সাকিবকে বাইরে রেখেই টিম ম্যানেজমেন্ট পরিকল্পনা করছে।বিসিবি  টাইগার ক্রিকেটের সেরা অস্ত্রকে ঘরের মাঠে উইন্ডিজ সিরিজ কিংবা বিপিএলেও বিশ্রামে রাখার পক্ষে।তবে মেলবোর্নে থাকতেই রিহ্যাব শুরু করেছেন সাকিব।অলরাউন্ডার সাকিব আর কখনোই তার  বাঁ-হাতের কনিষ্ঠ আঙ্গুল আর স্বাভাবিক হবে না এই বাস্তবতা মেনেই নিজের পরিকল্পনা করেছেন।

 

 

 

ই-বার্তা / ডেস্ক