সাকিবের ভয়ডরহীন ক্রিকেট খেলায় অনুপ্রাণিত সৌম্য

ই-বার্তা ডেস্ক।।  বাংলাদেশ ক্রিকেটের নিউক্লিয়াস সাকিব আল হাসান। বাংলাদেশ যে আজ ভয়ডরহীন ক্রিকেট খেলছে, তার সূচনাটা বলা চলে সাকিবের হাত ধরেই।

প্রতিপক্ষ যেই হোক না কেন পাত্তা না দিয়ে বুক চিতিয়ে লড়াই করার মানসিকতা নিয়ে যে কজন ক্রিকেটার বড় হয়েছেন, তাদের অন্যতম সাকিব। বিশ্বের সব বাঘা বাঘা বোলারের চোখ রাঙানী উপেক্ষা করে রেকর্ডের পর রেকর্ড করে যাচ্ছেন তিনি। বল হাতেও সমানতালে প্রতিপক্ষ ব্যাটসম্যানের আতঙ্কের কারণ হয়ে উঠছেন। 

বরাবরই সাকিবের পারফরম্যান্সে মুগ্ধ সতীর্থরা। ভালো লাগার পরিধি এবার বেড়েছে আরও। এমনটিই জানালেন ওপেনার সৌম্য সরকার। ভয়ডরহীন শট খেলা সৌম্য অকপটেই স্বীকার করে নিলেন, সাকিবই তার অনুপ্রেরণা। সাউদাম্পটন থেকে পরের ম্যাচের ভেন্যু বার্মিংহ্যামে যাওয়ার আগে মঙ্গলবার সৌম্য এসব কথা বলেন।

সৌম্য বলেন, আমাদের জন্য সাকিব ভাই অনেক বড় একটি পাওয়া। তার সঙ্গে ড্রেসিংরুমে থাকা, তাকে দেখা, এত এত রেকর্ড তার, অনেক কিছু তার কাছ থেকে শেখার আছে আমাদের। খেলা শেষ করলে হয়তো বোঝা যাবে, কত বড় কিংবদন্তি উনি। আমরা যত দেখছি, আমি নিজে অন্তত অনেক শিখছি উনার কাছ থেকে। তার ধারাবাহিকতা অনেক বড় ব্যাপার।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু