সাকিব অন্য জগতের ক্রিকেটারঃ শোয়েব আখতার
ই-বার্তা ডেস্ক।। বিশ্বকাপে ক্যারিয়ারের সেরা সময় পাড় করছেন সাকিব আল হাসান। ব্যাট-বল হাতে দারুণ পারফরম্যান্সে বাংলাদেশকে টেনে নিয়ে যাচ্ছেন তিনি। দলকে রেখেছেন সেমিফাইনালের দৌড়ে।
বিশ্বমঞ্চে তার আগুনে ফর্মে রীতিমতো বিস্মিত পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। এ অলরাউন্ডারকে ভিনগ্রহের ক্রিকেটার বলে মানছেন তিনি।
বিশ্বকাপে সেমিতে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আফগানিস্তানের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচে ব্যাট-বলে অতিমানবীয় পারফরম করে দলকে একাই জিতিয়েছেন সাকিব। হাফসেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি বল হাতে ২৯ রান খরচায় ৫ উইকেট তুলে নেন তিনি। ক্রিকেটের সর্বোচ্চ আসরে বাঁহাতি এ অলরাউন্ডার এতেটা ধারাবাহিকভাবে পারফর্ম করায় অবাক শোয়েব।
এক ভিডিওবার্তায় শোয়েব আখতার বলেন, সাকিবের কথা বলতেই হয়। সে অন্য জগতের ক্রিকেট খেলছে। যেভাবে দলকে টেনে নিয়ে যাচ্ছে ও, এককথায় তা অবিশ্বাস্য। দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে তার ভূমিকা অনন্য।
এবারের ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্টে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন সাকিব। বল হাতে ১০ উইকেট শিকারের সঙ্গে নিজের নামের পাশে ৪৭৬ রান রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
আফগানদের বিপক্ষে ম্যাচে একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ ইতিহাসে ১০০০ রান এবং ৩০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তিনি।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু