সাতক্ষীরায় ওরস শরিফগামী বাস দুর্ঘটনায় আহত ৯
ই- বার্তা ডেস্ক।। সাতক্ষীরার তালা উপজেলার শাহপুর বাজারে ওরস শরিফগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৯ জন আহত হয়েছেন।
গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ সময় আহত হয়েছেন- পাইকগাছার থানার রাড়ুলী এলাকার খায়রুল ইসলাম, তালার মাঝিয়াড়া এলাকার হামিদা বেগমসহ ৯ জন।
এই বিষয়ে শাহপুর গ্রামের বাসিন্দা খায়রুল বাসার বাবু জানান, পাইকগাছা থেকে ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল ওরস শরিফে যাচ্ছিলো যাত্রীরা। বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল থাকায় শাহপুর বাজারে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ৯ জন গুরুতর আহত হন।
এই ব্যাপারে তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল গনমাধ্যমে জানান, ওরস শরিফগামী দুর্ঘটনা কবলিত বাসটিতে ১৮-২০ জন যাত্রী ছিলেন। রাস্তা পিচ্ছিল থাকায় দুর্ঘটনায় কবলে পড়ে বাসটি। দুর্ঘটনার খবর পেয়েই তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম