সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে চার খুনের আসামি নিহত
ই-বার্তা ডেস্ক।। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, ‘সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম নোভা সরদার (৫৫)।
তিনি উপজেলার নলতা ইউনিয়নের কাজলা কাশিবাটি গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, তিনি একজন তালিকাভুক্ত খুনি ও সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে কালীগঞ্জে ভূমিহীন জনপদ বৈরাগীরচরে আশরাফ ও ইসহাক জোড়া খুনসহ চারটি খুনের মামলা রয়েছে। এ ছাড়া আরো ১২টি মামলায় তিনি আসামি।
কালীগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের সুলতানের মোড়ে প্রধান সড়কের কাছ থেকে আজ রোববার সকালে নোভা সরদারের গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ সময় সেখান থেকে একটি পিস্তল, কয়েকটি গুলি, রামদা ও বোমা উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, ভোরে তিনি খবর পান, সুলতানের মোড়ে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ গ্রামবাসীর সহায়তায় নোভা সরদারের লাশটি শনাক্ত করেন।
তিনি আরো বলেন, ‘থানার রেকর্ডপত্র ঘেঁটে জানা যায়, নোভা সরদার একজন ভাড়াটে খুনি। তাঁর বিরুদ্ধে জোড়া খুনসহ চারটি হত্যা ছাড়া আরো ১২টি মামলা রয়েছে। পুলিশ তাঁকে অনেক দিন ধরে খুঁজছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, খুন-খারাবি নিয়ে দুই পক্ষের সন্ত্রাসীদের মধ্যে কোনো কারণবশত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন নোভা,’ যোগ করেন ওসি।’
কালীগঞ্জ থানার উপপরিদর্শক সুধাংশু কুমার জানান, লাশটিময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু