সাতক্ষীরায় ৫৫ বোতল ফেন্সিডিলসহ মা-ছেলে আটক
ই-বার্তা ডেস্ক।। সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় ৫৫ বোতল ফেন্সিডিলসহ হাজরা বিবি (৪৭) ও তার ছেলে রাসেল হোসেনকে (২৭) আটক করেছে। পাটকেলঘাটা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে পাটকেলঘাটা বলফিল্ড সংলগ্ন হাজরা বিবির বাড়ি থেকে ৫৫ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করে পুলিশ। ফেন্সিডিলগুলো কলসির ভিতরে রেখে মাটিতে পুঁতে রাখা ছিল বলে পুলিশ জানায়।
তালা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবিরের নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ও ওসি (তদন্ত) জেল্লাল হোসেন, এসআই জয়বালা, এএসআই ইনামুল, কালামসহ একদল চৌকস পুলিশ সদস্যবৃন্দ যৌথ অভিযানে ফেন্সিডিলসহ তাদেরকে আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু