সাতক্ষীরায় স্টিকারযুক্ত গাড়িসহ গ্রেফতার এমপিপুত্র
ই-বার্তা ডেস্ক।। বহুল আলোচিত-সমালোচিত সাতক্ষীরার সংরক্ষিত আসনের সংসদ সদস্য পুত্র রাশেদ সরোয়ার রুমন ফের গ্রেফতার হয়েছেন।এবার মোটরযান আইনে তাকে গ্রেফতার করা হয়।
আজ রোববার সকালে শহরের বেনেরপোতায় একটি মাছের ঘের এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় রুমন তখন তার মা সংসদ সদস্য মিসেস রিফাত আমিনের ব্যবহৃত স্টিকারযুক্ত গাড়ি নিয়ে ঘুরছিলেন। রিফাত আমিন গত দশম সংসদের সংরক্ষিত আসনের এমপি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এই বিষয়ে গনমাধ্যমে জানান, রুমন মোটরযান আইনের একটি মামলায় পলাতক ছিল। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর রুমনকে সাতক্ষীরার নবাদকাটিতে একটি বাগানবাড়ি থেকে ইয়াবা খেয়ে বেসামাল অবস্থায় আটক করা হয় বলে জানা যায়। তার সঙ্গে ছিল আরও পাঁচ মাদকাসক্ত যুবক। তার মা সাতক্ষীরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য। ওই সময় মা সাতক্ষীরা সংরক্ষিত মহিলা আসন ৩১২ এর সংসদ সদস্য রিফাত আমিনের সুপারিশে পুলিশ রুমনকে ও তার সহযোগীদের ছেড়ে দেয়।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম