সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া
ই-বার্তা ডেস্ক।। পৃথক দুটি পরমাণু-শক্তিচালিত সাবমেরিন থেকে শনিবার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টুইটের বরাত দিয়ে রবিবার এ তথ্য জানিয়েছে সিএনএন।
সফল পরীক্ষা চালানোর দাবি করে টুইটে বলা হয়, যুদ্ধ প্রশিক্ষণের অংশ হিসেবে এ পরীক্ষা চালানো হয়েছে। টুইটে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ভিডিও জুড়ে দেওয়া হয়।
এতে বলা হয়, আর্কটিক মহাসাগরের চারকামপোলার অঞ্চল এবং ব্যারেন্টস সাগরে পরমাণু-শক্তিচালিত ‘তুলা’ এবং ‘ইউরি দোলগোরাকি’ সাবমেরিন থেকে ‘সিনেভা’ ও ‘বুলাভা’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।
এর আগে পরমাণু অস্ত্র রোধের চুক্তি ‘আইএনএফ’ থেকে নিজেদের পুরোপুরি সরিয়ে নেওয়ার পর ১৮ আগস্ট মাঝারি পাল্লার ক্রুজ মিসাইলের পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র। ওই ঘটনায় রাশিয়া এবং চীন ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে। তারা বলে, যুক্তরাষ্ট্রের এমন মনোভাব সামরিক সংঘাত আরও বাড়াবে।
উল্লেখ্য, দুই সপ্তাহ আগে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর সময় বিস্ফোরণে রাশিয়ার ‘সিক্রেট সিটি’ হিসেবে পরিচিত সারোভ শহরে পাঁচ পরমাণু বিজ্ঞানী নিহত হন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু