সাভারে পুলিশের গাড়িতে কাভার্ডভ্যানের ধাক্কা, এএসআই নিহত
ই- বার্তা ডেস্ক।। সাভারের আশুলিয়ায় টহল পুলিশের গাড়িতে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য।
আজ সোমবার ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম জসিম উদ্দিন। তিনি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসাবে কর্মরত ছিলেন। তিনি মাদারীপুর সদরের মোকছেদের ছেলে।
দুরঘতনায় আহত পুলিশ সদস্যরা হলেন- অনিক, নাজমুল ও তালুকদার।
এই বিষয়ে আশুলিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) জাবেদ মাসুদ জানান, ভোরে পুলিশের ভ্যানটি বাইপাইল এলাকায় টহল দিচ্ছিল। এ সময় ঢাকা থেকে আসা একটি কাভার্ডভ্যান ওই ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এএসআই জসিম উদ্দিনের মৃত্যু হয়। আহত হন আরও তিন পুলিশ সদস্য।
তাদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে জানান ওসি।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম