সারাদেশে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে: আবহাওয়াবিদ
ই-বার্তা ডেস্ক ।। সোমবার থেকে শুরু করে আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
পশ্চিমবঙ্গের ওপর লঘুচাপ ও এর সাথে পূবালী বাতাসের সংযোগের ফলে এ আবহাওয়া বিরাজ করবে। এর প্রভাবে ৪,৫ ও ৬ মার্চ সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হবার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন: আজ থেকে শুরু করে আগামী দু’দিন সারাদেশে এ ঝড় বৃষ্টি চলবে। তবে সারাদেশে একসাথে না হয়ে অবস্থানভেদে সময়ের পরিবর্তন হতে পারে। দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে: খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহওয়া বিরাজ করবে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া