সালমানকে গুলির নির্দেশ দিয়েছিলেন টাবু!
ই-বার্তা।। ১৯৯৮ সালের ২ অক্টোবর রাতে জিপসি গড়িতে বসে দুরে থাকা শিকারের দিকে ট্রিগার চালাতে সামান্য দ্বিধা ছিলও সালমানের মনে । তাই হরিণের দিকে বন্দুক তাক করলেও ট্রিগার চাপতে সঙ্কোচ করছিলেন সালমান সেই সময় টাবু সালমানের পাশেই বসা ছিলেন। আর প্রচণ্ড উত্তেজনা নিয়ে সালমানকে বারবার ট্রিগার চাপার কথা বলতে থাকেন টাবু।
বারবার এই কথা শোনার পরই সালমান গুলি চালান বলে কিছু প্রত্যক্ষদর্শীর দাবী।
হরিণ হত্যার অভিযোগেই কারাবাস করতে হচ্ছে সালমানকে। কিন্তু সেদিন শিকারে সালমানের সঙ্গে সাইফ, সোনালী এবং টাবুর মতো তারকারা থাকলেও আদালত কর্তৃক অব্যাহতি পান তাঁরা।
তবে কিছু প্রত্যক্ষদর্শী সালমানের পাশাপাশি টাবুকেও দোষারোপ করছেন। তাঁদের দাবী, টাবুর নির্দেশেই হরিণের উপর গুলি চালান সালমান।
ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, সালমানের পাঁচ বছরের কারাদণ্ড ঘোষণার পর আদালতের প্রাঙ্গনে জনতার ঢল নামে। আর ওখানেই শিকারের সময়ে উপস্থিত থাকা কিছু প্রত্যক্ষদর্শী টাবুর দিকে অভিযোগের আঙ্গুল তোলেন।
প্রশ্ন হচ্ছে, তাহলে কেন ওই প্রত্যক্ষদর্শীরা রায় ঘোষণার আগে মুখ খোলেন নি? কঙ্কনি গ্রামের বিষ্ণোই সম্প্রদায়ের ভয়ে? নাকি অন্যকিছু? এদিকে টাবুকে বাঁচাতে গিয়েই কি দোষ নিজের ঘাড়ে নিয়ে নিলেন সালমান? এমন অসংখ্য প্রশ্নই এখন উঁকি দিচ্ছে গণমাধ্যমে।