সালমানের কিক-থ্রী
ই-বার্তা।। সালমান খান ও জ্যাকলিন ফার্নান্দেজ অভিনীত সিনেমা কিক।২০১৪ সালে মুক্তি পায় সিনেমাটি। বক্স অফিসে হিট ছবি।এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় সাজিদ নাদিয়াদওয়ালার।
খুব শিগগির কিক–টু সিনেমার শুটিং শুরু করবেন এই নির্মাতা।এর আগে সম্প্রতি একটিসাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে কিছু তথ্য জানিয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা। তিনি জানান,সিনেমার চিত্রনাট্য চূড়ান্ত হয়েছ।এতে তার সঙ্গে সহকারী চিত্রনাট্যকার হিসেবে ছিলেন সালমানখান।এছাড়া সিনেমায় সালমানের কোনো দ্বৈত চরিত্র থাকছে না বলেও জানা তিনি।পাশাপাশিসালমানকে নিয়ে কিক–থ্রি নির্মাণেরও ইঙ্গিত দিয়েছেন এই নির্মাতা।
এ প্রসঙ্গে সাজিদ নাদিয়াদওয়ালা বলেন, ‘আমি কিক পরিচালনার সময় খুবই নার্ভাস ছিলাম,কারণ এটি ছিল আমার প্রথম সিনেমা। দ্বিতীয়টির সবকিছু ঠিকঠাক মতো হলে কিক–থ্রি নির্মাণের সম্ভাবনা রয়েছে।আমরা যদি ডেভিলের গল্পটা ঠিকমতো বলতে পারি, তাহলে এইফ্র্যাঞ্চাইজি থাকবে।’
তিনি আরো বলেন, ‘সালমানের সুলতান, বজরঙ্গি ভাইজান ও টাইগার জিন্দা হ্যায় বক্স অফিসেকেমন ব্যবসা করেছে তা খেয়াল করুন।যখন সালমানের বিষয় আসে আমাদের বড় কিছু চিন্তাকরতে হয়।দর্শকরা কিক সিনেমায় তার ডেভিল চরিত্রটি পছন্দ করেছেন।সুতরাং প্রথমটারতুলনায় দ্বিতীয়টির গল্প উপস্থাপন অবশ্যই আরো চমৎকার হতে হবে।’