সালমানের হাত ধরে আবারও বলিউডে পিগি চপস্

ই-বার্তা।।   প্রিয়াঙ্কা চোপড়ার দেশে ফেরার কথা ভাবছেন তো? সে তো তিনি আগেই ফিরে গিয়েছেন৷ তাহলে কোথায় পা রাখছেন প্রিয়াঙ্কা? আসল ব্যাপার হল, ২০১৬ এ ‘জয় গঙ্গাজল’র পর আবারও বলিউডের সিনেমায় পা রাখছেন পিগি চপস্৷

কথা হচ্ছে সলমনের সিনেমা, ‘ভারত’-র৷বিভিন্ন সূত্রের খবর, এই প্রজেক্টের লিডিং লেডি হিসেবে নাকি প্রিয়াঙ্কা চোপরাকেই বেছে নেওয়া হয়েছে৷ টিনসেল টাউনের লেটেস্ট নিউজ এখন এটাই৷

অনেক জল্পনা কল্পনার পর কি তাহলে প্রিয়াঙ্কাই হবেন সাল্লু মিঞার হিরোইন? যদি তাই হয়, তাহলে প্রায় এক দশক পর দুজনকে জুটি বাঁধতে দেখা যেতে পারে আলি আব্বাস জাফারের ‘ভারত’ র৷

 

বিনোদন মহলে সুনামির মতো ছড়িয়ে পড়েছে এই খবর৷ ছড়াবারই কথা৷ ‘গড তুস্সি গ্রেট হো’ পর দুজনকে আবার সিনেমার পর্দায় দেখতে উৎসাহী অসংখ্য অনুরাগীরা৷ তবে উৎসাহ তখনই দ্বিগুণ হবে যখন অফিশিয়ালি তাঁরা জানাবেন৷

‘রেস থ্রি’ শ্যুটিং প্রায় শেষের দিকে৷ তারপরই শুরু হবে ‘ভারত’-র শ্যুটিং৷ প্রিয়াঙ্কার কামব্যাক, ভিন্ন চরিত্রে সলমান৷ সব মিলিয়ে উত্তেজনা বেড়েই চলেছে অনুরাগীদের মধ্যে৷