সালাহ’র জোড়া গোলে আর্সেনালকে বড় ব্যবধানে হারালো লিভারপুল
ই-বার্তা ডেস্ক।। ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুতে লিভারপুলের পাশাপাশি দুর্দান্ত ফর্মে আছেন দলের প্রাণভোমরা মোহামেদ সালাহ। তার জোড়া গোলে আর্সেনালকে ৩-১ গোলে হারিয়েছেন অলরেডরা।
শনিবার ঘরের মাঠ অ্যানফিল্ডে আর্সেনালকে আতিথ্য দেয় লিভারপুল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন স্বাগতিকরা। তবে সাফল্য আসতে সময় লাগে। ৪১ মিনিটে দ্য রেডদের লিড এনে দেন জোয়েল মাতিপ। ট্রেন্ট আলেক্সান্দার আর্নল্ডের ক্রস থেকে দুর্দান্ত হেডে দলকে এগিয়ে দেন তিনি।
১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লিভারপুল। দ্বিতীয়ার্ধে ফিরেই ৯ মিনিটের ব্যবধানে দুই গোল করেন সালাহ। বিরতির পর আর্সেনালের ডি বক্সের মধ্যে ডেভিড লুইজের ফাউলের শিকার হন তিনি।ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকে নিশানাভেদ করতে ভুল করেননি মিসরীয় কিং। ৪৯ মিনিটে সফল স্পট কিকে লক্ষ্যভেদ করেন তিনি।
একটু পরে আবারও ঠিকানায় বল পাঠান সালাহ। ৫৮ মিনিটে একক প্রচেষ্টায় নিচু শটে গানার গোলরক্ষক বার্নড লেনোকে পরাস্ত করেন তিনি। ৩-০ গোলে পিছিয়ে পড়লে হন্য হয়ে গোল খুঁজে আর্সেনাল। তবে তড়িঘড়ি জালের দেখা পায়নি তারা। অবশেষে খেলা শেষ হওয়ার ৬ মিনিট আগে প্রতিপক্ষের গোলমুখ খোলেন অতিথিরা। দলটির হয়ে একমাত্র গোলটি করেন লুকাস তোরেইরা। বক্সের মাঝখান থেকে বাঁকানো শটে বল জালে জড়ান তিনি।
এ নিয়ে লিগে টানা ১২ ম্যাচ জয়ের রেকর্ড গড়লো লিভারপুল। আর তাদের মাঠে টানা চতুর্থ ম্যাচ হারল আর্সেনাল।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু