সুদর্শন ভিলেনদের তালিকায় নাম লেখালেন সাজ্জাদ দেলাফ্রুজ
ই-বার্তা ।। বলিউডে সুদর্শন ভিলেনদের তালিকায় নাম লেখালেন সাজ্জাদ দেলাফ্রুজ সালমান খানের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির দিয়ে ।
সাজ্জাদ জানান, আবু উসমানের চরিত্রটির জন্য যশ রাজ ফিল্ম কর্তৃপক্ষ তাকে ইমেইল করেছিল। তার পর অডিশন। কাস্টিং ডিরেক্টর শানু শর্মার ফোন পাওয়ার পর সাজ্জাদ বুঝে যান, এ চরিত্রটি তাকেই করতে হবে।
ক্যারিয়ারের শুরুতেই এত স্ট্রং নেগেটিভ চরিত্র নিয়ে অবশ্য কিছুটা চিন্তিত ছিলেন তিনি। তবে সালমান ও সহশিল্পীদের সহায়তায় এসব সমস্যা উতরে যান সাজ্জাদ।
সাজ্জাদের মতে, ‘চরিত্র বাস্তবে ইমেজ তৈরি করে না।’ আর তার অভিধানে ‘কঠিন’ শব্দটি নেই। প্যাশনকে চ্যালেঞ্জ জানাতেই পছন্দ করেন তিনি।
ইরানের বাসিন্দা সাজ্জাদ বর্তমানে কাজের খাতিরে মুম্বাইয়ে অবস্থান করছেন। তবে বাড়ির পিচ্চিদের জন্য তার মন খুব কাঁদে। এর জন্যই সিনেমায় যখন ছোট শিশুর শরীরে বোমা বাঁধার দৃশ্য আসে, তখন অনেকটাই বেকায়দায় পড়ে যান তিনি।
এ ছাড়া সালমান ও কাটরিনার ওপর আবু উসমান হিসেবে অত্যাচার করতেও অনেক কসরত করতে হয় তাকে।
ছোটবেলা থেকেই হিন্দি ছবির ভক্ত সাজ্জাদের স্বপ্ন অমিতাভ বচ্চন ও পঙ্কজ কাপুরের সঙ্গে কাজ করার।