সেভিয়ার বিপক্ষে মেসির আরেক রেকর্ড
ই-বার্তা ডেস্ক।। একের পর এক রেকর্ডে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। এবার সেভিয়ার বিপক্ষে মেসি গড়লেন সর্বোচ্চ গোলের রেকর্ড।
ফুটবল ক্যারিয়ারে যেকোনো ক্লাবের বিপক্ষে নিজের সর্বোচ্চ ৩৬ গোলের রেকর্ড গড়েছেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। শনিবার স্প্যানিস লা-লিগার ম্যাচে সেভিয়ার বিপক্ষে অবিশ্বাস্য হ্যাটট্রিক করে রেকর্ড করেন তিনি।
উল্লেখ্য, আর্জেন্টাইন জাদুকরের জাদুতেই সেভিয়ার মাঠ থেকে ৪-২ গোলের জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। আর এমন অসাধারণ জয়ের ম্যাচে নিজের ক্যারিয়ারের ৫০তম হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন এই বার্সা স্টার।
ই-বার্তা/ মাহারুশ হাসান