স্বাভাবিক জীবনে ফিরতে চায় রাবির সারোয়ার
ই-বার্তা ডেস্ক।। গত তিন বছর ধরেই দুটি কিডনিই নষ্ট রাবি শিক্ষার্থী সারোয়ারের। কিন্ত আর্থিক অবস্থা ভাল না হওয়ায় পরিবারের পক্ষে এখন অবধি তার চিকিৎসা করা সম্ভব হয়নি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের (শিক্ষাবর্ষ ২০১৫-১৬) শিক্ষার্থী সারোয়ার। তার বাড়ি নওগাঁ জেলার বদলগাছীতে। সে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের আবাসিক শিক্ষার্থী। বাবা হারানো নিম্ন মধ্যবিত্ত পরিবারে ছয় ভাই-বোনের মধ্যে দ্বিতীয় সারোয়ার। চিকিৎসকেরা বলেছেন, সারোয়ারের চিকিৎসায় ১২ লাখ টাকা প্রয়োজন। বর্তমানে সারোয়ারের অবস্থা খুবই আশঙ্কাজনক। এমতাবস্থায় ডায়ালাইসিস অথবা কিডনি প্রতিস্থাপন অতীব জরুরী।
কিন্তু চিকিৎসা বাবদ এত বড় অঙ্কের টাকা পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। সারোয়ার স্বাভাবিক জীবনে ফিরতে চায় । আবারো বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে ওটতে চান মতিহারের সবুজ চত্বরে। তার এই স্বাভাবিক জীবনে ফিরে আসতে দেশের বিত্তবানদের প্রতি সাহায্যের আকুল আবেদন জানিয়েছে তার পরিবার এবং বন্ধুমহল।
সারোয়ারকে সাহায্য পাঠানোর ঠিকানা-০১৯৩০৯১৯২৬৭ (ব্যক্তিগত বিকাশ নম্বর) ।
ই-বার্তা / আরমান হোসেন পার্থ