স্বেচ্ছাসেবক লীগের উত্তরে ইসহাক-আনিস, দক্ষিণে রিপন-সাঈদ
ই- বার্তা ডেস্ক।। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে ইসহাক মিয়া সাধারণ সম্পাদক পদে আনিসুর রহমান নাঈম ও দক্ষিণে সভাপতি পদে কামরুল হাসান রিপন সাধারণ সম্পাদক পদে তারেক সাঈদ নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে গত ১১ ও ১২ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন ও খামারবাড়ির কৃষিবিদ মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঢাকা উত্তর ও দক্ষিণের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৭১ জনের নাম প্রস্তাব করেছেন কাউন্সিলররা। এর মধ্যে উত্তরে ১১ জন সভাপতি ও ১৮ জন সাধারণ সম্পাদক এবং দক্ষিণে ১৪ জন সভাপতি ও ২৮ জন সাধারণ সম্পাদক প্রার্থী ছিল।
এদের মধ্যে থেকে এই চারজনকে বেছে নেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্মেলন শেষে ঢাকা মহানগরের দুই কমিটির ঘোষণাও দেওয়া হলো।