স্বেচ্ছায় অস্ত্র জমা দিচ্ছেন নিউজিল্যান্ডের নাগরিকরা
ই-বার্তা ডেস্ক।। নিউজিল্যান্ডের জাতীয় দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে জানা গেছে, দেশটির দুটি মসজিদে ব্রেন্টন ট্যারান্ট নামের এক শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের অনুসারী নির্বিচারে গুলি করে নামাজরত অর্ধশত মুসল্লিকে হত্যার পর দেশটির নাগরিকরা স্বেচ্ছায় তাদের লাইসেন্স করা বৈধ আধা-স্বয়ংক্রিয় অস্ত্র জমা দিচ্ছেন।
নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর অনেকে স্বেচ্ছায় তাদের আধা স্বয়ংক্রিয় গুলি লোড হতে সক্ষম বন্দুক স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে জমা দিচ্ছেন। তাছাড়া নিউজিল্যান্ড সরকারও দেশটিতে অস্ত্র আইন কঠোর করার ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, দেশটির দুটি মসজিদে ভয়াবহ হামলার প্রভাব পরেছে দেশটির নাগরিকদের এই সিদ্ধান্তে।
ই-বার্তা/ মাহারুশ হাসান