স্মিথ যাচ্ছেন তবে ফিরবেন শীঘ্রই
ই-বার্তা ডেস্ক।। ইনজুরির কবলে পড়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অস্ট্রেলিয়ান সংযোজন স্টিভেন স্মিথ। তার চোট কনুইয়ে। আর এই চোট সারাবার জন্য তাকে উড়াল দিতে হচ্ছে নিজ দেশে।
তবে ভিক্টোরিয়ান্স সমর্থকদের জন্য আশার খবর হচ্ছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের চোট গুরুতর নয়। আশা করা হচ্ছে, সিডনিতে পরীক্ষা করানোর পর শীঘ্রই বাংলাদেশে ফিরবেন তিনি। আর তাতে অন্তত দুটি ম্যাচে খেলা হবে না তার।.
সেক্ষেত্রে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ১১ জানুয়ারি ও ১৩ জানুয়ারির ম্যাচ দুটির নেতৃত্বে দেখা যাবে ভিন্ন মুখ। নিয়মিত অধিনায়কের পরিবর্তে এই দুই ম্যাচে কুমিল্লা অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটিকে নেতৃত্ব দিতে পারেন দলের আইকন ক্রিকেটার ও গত আসরের অধিনায়ক তামিম ইকবাল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরবর্তী ম্যাচ আগামীকাল মিরাজের রাজশাহী কিংসের বিরুদ্ধে।
ই-বার্তা / মাহারুশ হাসান