হবিগঞ্জে ওয়াজ মাহফিলের চাঁদা তোলা নিয়ে সংঘর্ষ; নিহত ১
ই-বার্তা ডেস্ক।। হবিগঞ্জে ওয়াজ মাহফিলের চাঁদা তোলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।
গতকাল শুক্রবার বিকালে বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। সংঘর্ষে নিহত ব্যাক্তির নাম ওমর আলী। তিনি ওই গ্রামের রাজা মিয়ার ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, পৈলারকান্দি গ্রামে ওয়াজ মাহফিল আয়োজনের উদ্যোগ নেয় গ্রামের যুবকরা। ওয়াজ সম্পন্ন করার জন্য বাড়ি বাড়ি গিয়ে তারা চাঁদা উত্তোলন করেন। গত শুক্রবার বিকালে ওমর আলীর কাছে একই গ্রামের লিটন মিয়া চাঁদা উত্তোলন করতে যায়। এ নিয়ে লিটন মিয়ার সঙ্গে ওমর আলীর কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর তাদের পক্ষের লোকজনের মাঝে ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ১১জন আহত হয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ওমর আলীকে মৃত ঘোষণা করেন। পুলিশ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ওবায়দুর রহমান তালকুদার নামে যুবককে আটক করেছে।
এই বিষয়ে বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক সাংবাদিকদের জানান, ওয়াজ মাহফিলের টাকা উত্তোলনকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম