হাজারীবাগে বিদ্যুৎস্পৃষ্টে গাড়ি সার্ভিসিং কর্মী নিহত
ই- বার্তা ডেস্ক।। রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধে এক গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে এক গাড়ি সার্ভিসিং কর্মী মারা গেছেন।
আজ শুক্রবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে। মুর্মূষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ব্যাক্তির নাম রায়হান (৩০)। রায়হানের বাড়ি মাদারীপুরে। তিনি বেড়িবাঁধে ওই গ্যারেজেই থাকতেন।
এই বিষয়ে রায়হানের সহকর্মী মো. রুমন জানায়, রায়হান বেড়িবাঁধ এলাকায় ভাই ভাই গ্যারেজে গাড়ি সার্ভিসিংয়ের কাজ করতেন। শুক্রবার সকাল থেকে তিনি গাড়ি সার্ভিসিং করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে রায়হান আহত হন।
রায়হানকে সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান জানান, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।