হামলায় আহত ভিপি প্রার্থী নুরুল হক (ভিডিও)
ই-বার্তা।। ডাকসু নির্বাচনে কোটা সংস্কারপন্থীদের প্যানেল থেকে ভিপি প্রার্থী নুরুল হক নূরসহ তিন প্রার্থী হামলায় আহত হয়েছেন।
সোমবার ভোট চলাকালে রোকেয়া হলের পাশে থাকা দুর্বৃত্তদের কয়েকজন তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন আহতরা।
অন্য আহতরা হলেন- স্বতন্ত্র জোটের প্রার্থী অরণী ও শ্রবণা শফিক দীপ্তি। মারধরে অজ্ঞান হয়ে পড়া নূরকে হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোকেয়া হলে ভোট কারচুপি হচ্ছে এমন অভিযোগ পেয়ে নূর এবং অন্য বিরোধী প্রার্থীরা সেখানে যান।
হলের শিক্ষার্থীরা একটি কক্ষ ঘেরাও করে রাখেন। তাদের অভিযোগ, সেখানে তিনটি ব্যালটবাক্স আগে থেকে ভরে রাখা হয়েছে।
শিক্ষক ও নির্বাচনী কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাইতে গেলে হামলার শিকার হন নূর ও তার সঙ্গে থাকা দুই প্রার্থী।
নুরুল হক নুরের উপর ছাত্রলীগের হামলা…
Posted by হাসান আল মামুন on Sunday, March 10, 2019