হাসপাতালে ভর্তি হয়েছেন শাকিব খান
ই-বার্তা ।। ঢালিউড নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। চিকিৎসার জন্য বর্তমানে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি আছেন।
হাসপাতাল সূত্রে আরো জানা গেছে, বর্তমানে শাকিব খান কার্ডিওলজিস্ট ডাঃ ওয়াদুদ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। চেস্ট ডিসকফোর্টের কারণে বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল আসেন তিনি।
তারপর চিকিৎসকের পরামর্শে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হন শাকিব। প্রাথমিক চিকিৎসা নেয়ার পর শাকিব খানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, দুই থেকে তিনদিন শাকিব খানকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
শাকিব খানের ঘনিষ্ট সূত্রে জানা গেছে, গত দুইদিন চট্টগ্রামের দুর্গম এলাকায় শুটিং করে আবার ঢাকায় এসে জন্মদিনের অনুষ্টানে আসেন। কিছুটা অনিয়ম করার কারনে অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেতা। এদিকে, ৩০ মার্চ রাতে স্কটল্যান্ডে ‘ভাইজান এলোরে’ ছবির শুটিংয়ে যাওয়ার কথা রয়েছে শাকিব খানের।